নগরীতে টি-টোয়েন্টি ক্রিকেটে লাল-সবুজ ও বাংলা ট্র্যাক একাডেমির বিশাল জয়

আপডেট: ডিসেম্বর ১, ২০১৬, ১২:২৩ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক



ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিজ নিজ খেলায় জয়লাভ করেছে লাল-সবুজ ক্রিকেট একাডেমি ও বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি।
গতকাল রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় লাল-সবুজ ক্রিকেট একাডেমি ৮৩ রানে হারিয়েছে বিনোদপুর ক্রিকেট একাডেমিকে। লালসবুজ ক্রিকেট একাডেমি টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। লালসবুজ ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ পুলক ৬৩ ও তন্ময় ২৭ রান সংগ্রহ করে । বিপক্ষে দলের মামুন ২৫ রানে  ২উইকেট লাভ করে। জবাবে বিনোদপুর ক্রিকেট একাডেমি ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ মামুন ১৮ বলে ২৮ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের  হাসমত ১৩ রানে ৩টি  সানি ও তন্ময় ৭ ও ১১ রানের বিনিময়ে ২টি করে উইকেট লাভ করে।
দিনের অন্য খেলায় বাংলা ট্র্যাক ক্রিকেট একাডমি ১১৬ রানে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমিকে পরাজিত করেছে। টসে জিতে বাংলা ট্র্যাক ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ শশী ৪১বলে ৬০ সাব্বির ৩১ বলে ৫১ এবং সাগর ১৭ বলে ২৭ রান করে। বিপক্ষ দলের দ্বীপ ২৩ রানে ও আল-আমিন ৩১ রানে ৩টি করে উইকেট লাভ করে। জবাবে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৯ উইকেটে ৭৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সাকিব ১৬ ও আশিক ১২ রান  সংগ্রহ করে।  বিপক্ষ দলের সুজন ১৮ রানে ৩টি  রশিদ ১২ রানে ২টি করে উইকেট লাভ করে।