রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থায় দুইদিন ব্যাপী জেলা টেবিল টেনিস সিনিয়র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই সিনিয়র প্রতিযোগিতায় ১৮ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।
১ম পর্বের খেলা শেষে সুপারলীগে ৮ জন প্রতিযোগি সুপার লীগে উঠে। তাদের মধ্যে আবসারা আক্তার আশা ৭জনকে হারিয়ে ১ম স্থান অর্জন করে ও সাদ ২য় স্থান অর্জন করে। খেলা শেষে সাবেক ক্রিকেট বোর্ডের পরিচালক ইমতিয়াজ আহম্মেদ শামসুল হুদার সভাপতিত্বে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার।
এ সময় রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. আসাদুজ্জামান, প্রফেসর ড. মো. সুলতান মাহমুদ রানা, টেবিল টেনিস সমিতির সাবেক আহবায়ক এম হক নিশানসহ খেলোয়াড় ও অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।