নগরীতে ডা. সাদির মুক্তির দাবিতে মানববন্ধন

আপডেট: জানুয়ারি ২১, ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজধানীর ডেল্টা হেলথকেয়ারের চিকিৎসক সাদী বিন শামসকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী নগরীতে মানববন্ধন করেছেন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস।

কর্মসূচি থেকে ডা. সাদির মুক্তির দাবি জানানো হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন চিকিৎসকেরা। তারা বলেন, জুলাই অভ্যুত্থানে রামপুরার ডেল্টা হেলথকেয়ারের সামনে এক রিকশাচালককে গুলি করে হত্যা করে পুলিশ। সেসময় তাকে চিকিৎসা দেয়ার জন্য ডা. সাদি এগিয়ে আসেন। কিন্তু গুলিবিদ্ধ রিকশাচালককে যেন চিকিৎসা না দেওয়া হয় সেজন্য পুলিশ ডা. সাদিকে লক্ষ করে গুলি ছুঁড়ে। পরে তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। অথচ এখন তাকে আসামি বানিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

বক্তারা আরও বলেন, সরকারের উচিত ছিল ডা. সাদিকে বীর সন্তান হিসেবে ভূষিত করা। কিন্তু সেটা না করে উল্টো আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এ ঘটনায় রাজশাহীর চিকিৎসকসমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডা. সাদিকে মুক্তি না দিলে কমপ্লিট শাটডাউন, লং মার্চ টু ঢাকা কিংবা যেকোনো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
কর্মসূচিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন প্রতিনিধি ডা. আব্দুল্লাহসহ আরও অনেকে বক্তব্য দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version