রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রিয় সহসভাপতি, মুক্তিযুদ্ধ পাঠাগারের সাধারণ সম্পাদক ও সম্মিলত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মরহুম ডা. সাফিকুল আলমের ৬৫তম জন্মবার্ষিকী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর আলুপট্টি মোড়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভাষাসৈনিক আবুল হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বরজাহান আলী, উদীচী রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আলমগীর মালেক, ঋত্বিক ঘটক ফ্লিম সোসাইটির সভাপতি ডা. এএফএম জাহিদ, কলামিস্ট ও লেখক সুশান্ত সাহা, মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায় প্রমুখ।