শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে ড্রেন থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার মোড় সংলগ্ন চ-িপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, সকালে ড্রেনের ভেতর অজ্ঞাত ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পথচারিরা থানায় খবর দেন। পরে লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, অজ্ঞাত ওই ব্যক্তি মাদকসেবী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার লুঙ্গির সঙ্গে প্যাথোডিনের স্যাম্পল পাওয়া গেছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আর এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।