নগরীতে তাবলীগ জামাতের ইজতেমা শুরু বৃহস্পতিবার

আপডেট: অক্টোবর ১৪, ২০১৬, ১১:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
আগামী বৃহস্পতিবার (২০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তাবলীগ জামাতের রাজশাহী জেলা ইজতেমা। নগরীর হযরত শাহখদুম ঈদগাহ ময়দানে তিনদিনব্যাপী অনুষ্ঠিতব্য এ ইজতেমার প্রস্তুতি এগিয়ে চলেছে উৎসবের আমেজে। ইজতেমাকে সামনে রেখে পুরো ইদগাহ ময়দান জুড়ে তৈরি করা হচ্ছে বাঁশ-চটের প্যান্ডেল। ইতোমধ্যে পদ্মা নদীর পাড়ে পুরোদমে শুরু হয়েছে শতাধিক টয়লেট নির্মাণের কাজ। ময়দানের পশ্চিমের দিঘিতে ইতোমধ্যেই নির্মাণ শেষ হয়েছে আগত মুসল্লিদের অজু-গোসলের জন্য ঘাট তৈরির কাজ। ময়দানের প্যান্ডেলের কাজে নিয়োজিত জামাতের জিম্মাদার হাজী খলিরুর রহমান জানান, এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে প্যান্ডেল তৈরির কাজ। তবে কয়েকদিনের বৃষ্টির কারণে কাজের কিছু বিঘœ ঘটেছে। বর্তমানে আবহাওয়া ভাল থাকায় সব কাজ এগিয়ে চলেছে। প্যান্ডেলের পাশাপশি আসেপাশে বিদ্যুতের সংযোগ প্রদানসহ মাইক ও পানির লাইনের কাজ দু’এক দিনের মধ্যেই শুরু হবে। রাজশাহী মারকাজের একজন জিম্মাদার হাজী কাসেম আলী জানান, এবারে যেহেতু টঙ্গী বিশ্ব ইজতেমায় রাজশাহী জেলার অংশগ্রহণ করার সুযোগ নাই, সেহেতু কাকরাইলের ফাইসালা অনুযায়ী রাজশাহীতে আঞ্চলিক ইজতেমা হচ্ছে। এ ইজতেমায় কাকরাইলের মুরব্বীরাসহ ইন্ডিয়া পাকিস্তানের মুরব্বীগণও বয়ান করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ