নগরীতে তিন শিবিরকর্মীসহ গ্রেফতার অর্ধশতাধিক

আপডেট: জানুয়ারি ২০, ২০১৭, ১২:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



নগরীতে বিশেষ অভিযানে তিন শিবিরকর্মীসহ ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন ইউনিট। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত ওই তিন শিবিরকর্মী হলেন, তৌফিকুর রহমান (২৪), শামীম জামান (২০) ও আল আমিন (২০)। রাতে নগর গোয়েন্দা পুলিশ তাদের আটক করে।
এছাড়া অভিযানে গ্রেফতার হয়েছেন ওয়ারেন্টভুক্ত ১৭ আসামি। এদের মধ্যে পাঁচজন মাদক ব্যবসায়ী ও অন্যান্য মামলায় ২৫ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ২৫ পিস ইয়াবা, ৪ লিটার মদ এবং ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, বিশেষ এ অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ১৮ জন, মতিহার থানা ১৩ জন, শাহ মখদুম থানা ৪ জন এবং নগর ডিবি ৩ জনকে গ্রেফতার করে। দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ