নগরীতে দুইদিনব্যাপী বক্সিং প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট: অক্টোবর ২৮, ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


রাজশাহী বক্সিং ক্লাবের উদ্দ্যোগে দুইদিনব্যাপী বক্সিং প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) জেলা জিমনাসিয়ামে এই বক্সিং প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার।

কুরআন তেলওয়াত ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করে বক্সিং প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় বিভিন্ন ওজন শ্রেণিতে প্রায় ২০/৩০ জন বালক বালিকা অংশ গ্রহন করেন।

মডার্ন বক্সিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সহসভাপতি খায়রুল আলম ফরহাদ, ক্রীড়া সংগঠক মোঃ হাসনাত হোসেন ফয়সাল জন। এ সময় রাসিকের সহকারী জনসংযোগ অফিসার রকিবুল হক তুহিনসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ