নগরীতে দুই ছিনতাইকারি গ্রেফতার

আপডেট: আগস্ট ১০, ২০১৭, ১:২৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


নগরীর তেরখাদিয়া একাকা থেকে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারিকে গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ। রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান হাফিজ এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে তেরখাদিয়া এলাকার বিভাগীয় স্টেডিয়ামের পাশে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নগরীর রাণীনগর মুন্নাফের মোড় এলাকার মৃত সাদেক আলীর ছেলে শিমুল ইসলাম (১৯) ও দরগাপাড়া এলাকার রফিকের ছেলে রাজ (১৯)।
ওসি হাফিজুর রহমান জানান, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে রাজপাড়া থানার একটি টিম তেরখাদিয়া স্টেডিয়ামের পাশের এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাই করে পুলিশকে দেখে দৌড়ে পালাতে গেলে তাদের ধাওয়া করে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও অপহরণ মামলা রয়েছে থানায়।
ওসি আরো বলেন, তাদের বিরুদ্ধে একটি ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে হয়েছে থানায়। গতকাল বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ