সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস, রাজশাহীর ব্যবস্থাপনায় এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় দুই দিনব্যাপী দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ জুন) সন্ধ্যায় নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ভবনে সমাপনী অনুষ্ঠানে ২টি ভিন্ন গ্রুপের বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু। জেলা দাবা সমিতির সভাপতি শেখ মনিরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন। এ প্রতিযোগিতায় মহানগরের মোট ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০ জন বালক-বালিকা অংশ গ্রহণ করেন।