মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
কোনো রাজনৈতিক দলের কর্মকান্ডের সাথে জড়িত থাকবেন না বলে মহানগরীর দুই বিএনপি নেতা আলাদা আলাদা পদত্যাগ পত্র ডাকযোগে পাঠিয়েছেন। তারা চলতি মাসের ২৪ তারিখে মহানগর বিএনপি আহবায়ক/সদস্য সচিব বরাবরে এই পদত্যাগপত্র পাঠান। এরা হলেন, নগরীর রাজপাড়া থানার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক রুবেল ও মো. হায়দার আলী।
তারা পদত্যাগপত্রে উল্লেখ করেন, নগরীর ৬নম্বর ওয়ার্ড বিএনপির কোনো পদের জন্য আবেদন না করলেও নেতারা তাদের ওই পদ দিয়েছেন। যা তাদের মতের বিরুদ্ধে ছিল এবং কোনোভাবেই ওই পদ গ্রহণ করেননি। বর্তমানে রাজনৈতিক কোনো কর্মকান্ডের সাথে জড়িত থাকতে ইচ্ছুক নহে তারা। প্রেক্ষিতে বিএনপি’র উক্ত পদ থেকে পদত্যাগ করেন। পাশাপাশি তারা পত্রে উল্লেখ করেন ভবিষ্যতে তারা কোনো পদ পদবি তো বটেই কোনো রাজনৈতিক কর্মকা-ের সাথে জড়িত হবেন না।