রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একমণ জাটকা ইলিশ জব্দ ও প্রায় পৌনে দুই লাখ টাকা মূল্যের জাল পুড়িয়ে দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরীর পাঠানপাড়া এলাকায় পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পালের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত জাল সন্ধ্যার পর পুড়িয়ে দেয়া হয়। এসময় জেলা মৎস্য অফিসার সুভাস চন্দ্র সাহা ও পবা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবুল কালাম আজাদ সহযোগিতা করেন।
অভিযানে প্রায় ৪০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা ও কারেন্ট জাল প্রায় ৪ হাজার মিটার, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা এবং ১ হাজার মিটার বেড় জাল জব্দ, যার মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা বলে ভ্রাম্যমাণ আদালতে জানানো হয়। এরপর উদ্ধারকৃত জাটকা ইলিশ নগরীর দুটি এতিম খানায় দেয়া হয়। এর মধ্যে একটি নগরীর বর্ণালী মোড়স্থ ছোটমনি নিবাসে ১৫ কেজি এবং অপরটি পবার বায়ায় শিশু পরিবারের এতিমদের মাঝে ২৫ কেজি বিতরণ করা হয় বলে জানা যায়।