নিজস্ব প্রতিবেদক :
বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন দমন করতে নগরীতে দুই হাতে পিস্তল উচিয়ে গুলিবর্ষণকারী সেই যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত ১২:৪৫ টায় কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আনম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এই কর্মকর্তা বলেন, গত ৫ অগাস্ট নগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় রুবেলকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় যুবলীগ নেতা রুবেলকে নগরীর আলুপট্টি মোড়ে দুই হাতে দুটি পিস্তল উচিয়ে ছাত্র-জনতার ওপর গুলি ছুড়তে দেখা গিয়েছিল। সেই ঘটনার ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়।
ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ক্ষমতার পালাবদলের পর থেকে অস্ত্রধারী রুবেল পলাতক ছিলেন।
আন্দোলন দমনে রুবেলসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অস্ত্র হাতে সক্রিয় থাকার বিষয়টিও নজরে আসার কথা জানিয়েছিল রাজশাহী মহানগর পুলিশ। এর মধ্যে কুমিল্লার দাউদকান্দি থেকে রুবেলকে গ্রেফতারের কথা জানাল র্যাব।