নগরীতে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট: জুন ২২, ২০২৫, ১২:২৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


নগরীতে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা। রোববার (২২ জুন) সকালে নগরীর নানকিং দরবার হলে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক।

মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোহা. খাদেমুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান ও মোসা. শারমিন আক্তার, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল আওয়াল খাঁন চৌধুরী ও সদস্য মনোয়ারা পারভীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন- মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রোকন মাসুম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকবৃন্দ।

স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে উপস্থিত সকলের মাঝে ইতিবাচক সাড়া ফেলে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা তৈরির প্রয়াস লক্ষ করা গেছে বলে মন্তব্য করেন আয়োজকরা।

এসময় উপস্থিত বক্তারা বলেন,“যুবসমাজকে সততা ও ন্যায়ের পথে পরিচালিত করতে শিক্ষার্থীদের মধ্যেই সচেতনতার বীজ বপন করতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে সাহসিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। দুর্নীতি রোধে প্রতিরোধ গড়ে তুলতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। শিক্ষার্থীদের মাঝে এই ধরনের প্রতিযোগিতা তাদের চিন্তা ও নৈতিকতার বিকাশ ঘটাবে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ