নিজস্ব প্রতিবেদক :
বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার দু’দিনের অবরোধের প্রথম দিনে যান চলাচল ছিল স্বাভাবিক। একইসঙ্গে সড়কে বের হওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।
তবে অবরোধের শুরুতে নগরীর তালাইমারী ও বুধপাড়া এলাকায় পিকেটিং করেছে বিএনপির নেতাকর্মীরা। রোববার (৫ নভেম্বর) ভোরে তালাইমারীর অক্টোয় মোড়ে ককটেল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপির কর্মীরা। এসময় তারা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।
এদিকে বুধপাড়া বাইপাসে ইট ভেঙে সড়কে অবরোধ তৈরির চেষ্টা করে বিএনপি কর্মীরা। তবে পুলিশ ওখানে গিয়ে কাউকে পায়নি।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন বলেন, অক্টোয় মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করছিল বিএনপি কর্মীরা। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ যাওয়ার আগে তারা পালিয়ে গেছে। একই ঘটনা ছিল বুধপাড়া বাইপাসে।
রোববার সকাল থেকে সরেজমিনে নগরীর সাহেববাজার, সিঅ্যান্ডবি, লক্ষীপুর, বর্ণালী, রেলগেট, স্টেশন, শালবাগান, ভদ্রা ও তালাইমারী মোড় ঘুরে যান চলাচলের চিত্র দেখা গেছে। তবে দুরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। পণ্যবাহী ট্রাকও চলাচল করতে দেখা গেছে। নগরীর মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
লক্ষীপুরে ব্যাটারিচালিত রিকশাচালক রমজান আলী বলেন, আগের সপ্তাহে হরতাল আর অবরোধে দুইদিন গাড়ি বের করেনি। বৃহস্পতিবার গাড়ি বের করেছি। একদিন গাড়ি বন্ধ রাখলে আমাদের অনেক ক্ষতি হয়।
বর্ণালী মোড়ে অটোরিকশার অপেক্ষায় থাকা রবিউল ইসলাম নামের এক যাত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে। স্বাভাবিক দিনের মতো গাড়ি চলছে।
দূরপাল্লার বাস বন্ধ হলেও নগরীর রেলগেট থেকে চলছে আন্তজেলা বাস। চাঁপাইনবাবগঞ্জের বাস চালক আনোয়ার হোসেন বলেন, চাঁপাই থেকে সকালে ছেড়ে এসেছি। আবার এখন চাঁপাই যাবো। কিছুটা ভয়ও কাজ করছে। কিন্তু তারপরও বের হয়েছি। সড়কে পুলিশ ও ট্রাফিক পুলিশ আছে।
এদিকে সকালে প্রতিদিনের মতো ট্রেন ছেড়ে গেছে।