নগরীতে নয়নাল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট: মার্চ ৩০, ২০২৪, ১০:৩৩ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের দুঃসময়ের ত্যাগী কর্মী নয়নাল এর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে শনিবার (৩০ মার্চ) সকাল ১০টায় নগরীর নিউ মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের শ্রম সম্পাদক আব্দুস সোহেল।

জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি মাহাবুবুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার আলী এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি ওয়ালী খান, সহ-সভাপতি সেলিম রেজা বাইরন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, জীবন, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দেবব্রত সিনহা দেবু, রাজশাহী সড়ক ও জনপথ অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রেজায় করিম বুলবুল, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর।

মানববন্ধনে বক্তারা দাবি করেন দুঃসময়ের আওয়ামী লীগ কর্মী নয়নালের মৃত্যুর পুনঃময়নাতদন্ত এবং মামলার তদন্ত পিবিআই এর নিকট হস্তান্তর করতে হবে। মানববন্ধন থেকে আগামী মাসের ৩য় সপ্তাহের মধ্যে নয়লাল হত্যাকান্ডের কোন দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত না হলে ওই সময় পরবর্তী সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক শামীম উদ্দিন সহ জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর ও এর অন্তর্ভূক্ত রেলওয়ে শ্রমিক লীগ, বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন, ওয়াসা শ্রমিক লীগ, জিপিও ইউনিট, বরেন্দ্র কর্মচারী ইউনিয়ন, পিএমজি অফিস ইউনিট, বরেন্দ্র শ্রমিক লীগ, সড়ক ও জনপদ অধিদপ্তর কর্মচারী ইউনিয়ন, স্বর্ণ শ্রমিক লীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর রিকশা ভ্যান শ্রমিক লীগ, ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, রাকাব কর্মচারী ইউনিয়ন, নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ, গ্যাস শ্রমিক লীগ সহ অন্তর্ভুক্ত সকল ইউনিট সেক্টরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এ বিভাগের অন্যান্য সংবাদ