মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নানকিং’র সত্ত্বাধিকারী এহসানুল হুদা দুলুর নাতি আরিক ও ইভান নিজ হাতে নিম্ন আয়ের মানুষ মাঝে খাবার বিতরণ করেন
নিজস্ব প্রতিবেদক:
চলমান কারফিউ পরিস্থিতিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাদের কষ্টের কথা চিন্তা করে নানকিং কর্তৃপক্ষের উদ্যোগ তিনশো নিম্ন আয়ের মানুষের মাঝে উন্নত মানের দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। সেই লক্ষ্য শনিবার (২৭ জুলাই) নগরীর বঙ্গবন্ধু চত্ত্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই খাবার বিতরণ করা হয়েছে। নানকিং’র সত্ত্বাধিকারী এহসানুল হুদা দুলু’র নাতি আরিক ও ইভান নিজ হাতে নিম্ন আয়ের মানুষ মাঝে খাবার বিতরণ করেন।
মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও নানকিং’র সত্ত্বাধিকারী এহসানুল হুদা দুলু জানান, চলমান কারফিউ পরিস্থিতিতে অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করছে নিম্ন আয়ের মানুষ। তাদের এই কষ্টের কথা চিন্তা করে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। আজকে ( শনিবার) দুপুরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই খাবার বিতরণ করা হয়েছে।