নগরীতে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী দু’জন গ্রেফতার

আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩, ৭:৫০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


নগরীর শাহমখদুম থানার নওদাপাড়া থেকে পৌনে চার লক্ষ টাকা মূল্যের নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরির সামগ্রীসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদ্বয় আবু ইউসুফ (৩৮) এবং আবুল কাসেম জুলহাস (৫৭)। ইউসুফ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদরের চক আলমপুরের সাইফুল ইসলামের ছেলে। সে বর্তমানে নগরীর নওদাপাড়ায় বসবাস করে এবং আবুল কাসেম টাঙ্গাইলের গোপালপুর থানার চরমহাইল গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। সেও বর্তমানে নগরীর চন্ডিপুরে বসবাস করে।

পুুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল পৌনে ১১ টায় শাহমখদুম থানা পুলিশের একটি টিম নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরির উপকরণসহ দু’জনতে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তারা বিভিন্ন নামিদামি কোম্পানির স্টিকার বা মোড়ক ব্যবহার করে নকল প্রসাধনী বাজারজাত করার জন্য মজুত করে। ধৃত আবু ইউসুফ নিজেকে মালিক এবং আবুল কাসেম নিজেকে কর্মচারী দাবি করে।
এ ব্যাপারে শাহমখদুম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু ক রা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ