নগরীতে নারী উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত

আপডেট: জুলাই ৬, ২০২৪, ১০:৫০ অপরাহ্ণ

নগরীতে নারী উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহীর নারী উদ্যোক্তাদের পরিচিতি ও উৎসাহিত করার লক্ষ্যে আরও এগিয়ে নিতে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) বিকেলে নগরীর জিরোপয়েন্টের একটি রেস্তোরাঁয় এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মিলনমেলার আয়োজন করেন অনলাইন নারী উদ্যোক্তা এবং গ্রুপের হেড অর্গানাইজার সাদিয়া আফরীন শীতল। বিশেষ আকর্ষণ ছিলো উদ্যোক্তাদের অনলাইন ও অফলাইনে প্রমোশন, একস্টিক গান ও ডিজে প্রোগ্রাম । মিলন মেলায় ৬০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। নানা আয়োজনের পর এক আলোচনা শেষে উদ্যোক্তা ও অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সাদিয়া আফরীন শীতল ও তার সহযোগীরা।

সাদিয়া আফরীন শীতলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আরশী ক্রিয়েশনের আরশী হক, অনন্যা কেক হাউজের মৌসুমী শাহরিয়ার, ফ্যাশন ফেট বাই জেসমিনের জেসমিন আরফি, মাকামুম মাহামুদা দ্যুতি,আফসানা জাহিন নাইস অন্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ