নগরীতে নিরুত্তাপ হরতালে সাড়া নেই

আপডেট: জানুয়ারি ৬, ২০২৪, ৩:৩১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনসহ এক দফা দাবিতে রাজশাহীসহ সারাদেশে নিরুত্তাপ ভাবে পালন হচ্ছে। শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে হরতালের কোনো প্রভাব দেখা যায়নি। অন্যদিনের মতো স্বাভাবিক দেখা গেছে। হরতালে দেখা মিলেনি বিএনপির কোনো নেতাকর্মীর।

নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকা হরতাল প্রত্যাখ্যান করে চলাচল করছে রিকশা, অটোরিকশা, সিএনজি, বাস। নগরীর ভদ্রা থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। তবে শিরোইল থেকে ঢাকাগামী বাস ছেড়ে যায়নি। নির্বাচনকে কেন্দ্র করে আতঙ্কও আছে পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে।

আগের হরতালের মতো এদনিও যান চলাচলে অনেকটাই স্বাভাবিক চিত্র দেখা গেছে। নগরীর বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়িও ছিল চোখে পড়ার মতো। তবে ইসি থেকে মোটরসাইকেল চালানোতে নিষেধাজ্ঞা থাকায় সেভাবে দেখা যায়নি।

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে ফাঁকা ছিল নগরী। বেলা বাড়ার সাথে সাথে চিরচেনা রূপে ফিরে আসে নগরী। সেই সাথে প্রতিটা দোকানপাট খোলা হয়। বাড়তে থাকে বিভিন্ন যান চলাচলও। যদিও নির্বাচন উপলক্ষে রোববার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা কিছু ফাঁকা দেখা গেছে।

শিরোইল বাস কাউন্টারগুলোতে থাকা টিকিট বিক্রি কর্মীরা বলছেন, একদিকে হরতাল অন্যদিকে নির্বাচন। সবমিলে মানুষের ভেতরে আতঙ্ক আছে। সে কারণেই যাত্রী উপস্থিতি নেই। যা যাত্রী আসার বৃহস্পতিবার ঢাকা থেকে চলে এসেছি। রোববার হয়তো আবার ফিরে যেতে পারে। ঢাকা থেকে যাত্রীর চাপ আছে রাজশাহী থেকে নেই।

এদিকে মহানগরীর বিভিন্ন মোড়ে মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। জনগণের যানমালের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ