নগরীতে নির্বাচন ও নারী প্রার্থীতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ২৬, ২০২৩, ১১:০৭ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্ত্বাবধানে খান ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন অপরাজিতা প্রকল্পের আওতায় রোববার ( ২৬ নভেম্বর) বেলা ১০টায় হোটেল ওয়ারিশান এর সভাকক্ষে ‘নির্বাচন ও নারী প্রার্থীতা বিষয়ক মতবিনিময়সভা’ অনুষ্ঠিত হয়। জেলা অপরাজিতা নেটওয়ার্ক এর সভাপতি মৌসুমী রহমান এর সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম, জেলা কর্মসূচী সমন্বয়কারী এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ‘নির্বাচন ও নারী প্রার্থীতা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শাহীনা লাইজু, এ্যাডভোকেসী নেটওয়ার্ক কোঅর্ডিনেটর, রাজশাহী ক্লাস্টার।

এছাড়াও সভায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী জাহানপান্না, সাবেক এমপি (সংরক্ষিত-রাজশাহী), নারগিস সুলতানা শেলি, সভাপতি, যুব মহিলা লীগ, জেলা শাখা, রাজশাহী, সুফিয়া বেগম, সহসভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, উপজেলা শাখা, পবা, রাজশাহী এবং চারঘাট, পবা, দূর্গাপুর উপজেলার ভাইস-চেয়ারম্যানসহ মোট ১৭ জন নারী প্রার্থী। যারা আসন্ন বিভিন্ন পর্যায়ের নির্বাচনে অংশগ্রহণ করবেন। সভায় নারীপ্রার্থী হিসেবে বিভিন্ন বাঁধা সম্পর্কে আলোচনা করা হয় এবং সেইবাঁধা উত্তোরণের বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আরও বিশদভাবে নির্বাচনের বিভিন্ন আইন-কানুন নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও মনোনয়ন প্রাপ্তিতে এবং নির্বাচনকালীন এ্যাডভোকেসীর ইস্যু চিহ্নিত করে বিভিন্ন কার্যাবলীর পরিকল্পনা গ্রহণ বিষয়েও আলোচনা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ