নগরীতে নির্মাণাধীন ভবন পৈতৃক সম্পত্তি দাবি সেনা সদস্যের

আপডেট: জানুয়ারি ১৪, ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহী নগরীতে নির্মাণাধীন বহুতল ভবন নিজের পৈতৃক সম্পতি দাবি করেছেন সাবেক এক সেনা সদস্য। এ ঘটনায় সেনা সদস্যের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেছেন জমির মালিকরা। সাবেক এই সেনা সদস্যের সাইফুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম নিজের আত্মীয় স্বজন ও বখাটে কিছু ছেলে নিয়ে গেল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দড়িখরবোনা এলাকায় স্থানীয়দের একটি বসতভিটা দখল নিতে আসেন। তার দাবিকৃত বসতভিটার পাশে নির্মাণাধীন জমিও তার দাবি করেন। এতে তিনি সেখানকার কাজও বন্ধ করে দেন। এই জমির মালিক প্রফেসর আব্দুল মমিন ও তার ভাই সাংবাদিক মবিন বাবু।

এই সম্পত্তিতে চলমান নির্মাণাধীন জায়গায় সাইফুল ইসলাম মোটা অংকের চাঁদা দাবি করে এবং কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। ইঞ্জিনিয়ার কিছু বলতে গেলে তাকে ধাক্কা দেয় এবং মিস্ত্রিদের মারধর করে যন্ত্রপাতি কেড়ে নেয় বলে মামলায় উল্লেখ করা হয়। এঘটনায় পরে স্থানীয়রা তাকে গণধোলাই দেয়।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি মাসুদ বলেন, এ ঘটনায় জমির মালিকরা থানায় মামলা করেছেন। তবে সাবেক সেনা সদস্য সাইফুল ইসলামকে গ্রেফতার করা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ