রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় দোকানী ও এলাকাবাসীরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী নিউমার্কেটের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কোন প্রকার সম্ভাবতা বা প্রয়োজনীয়তা যাচাই-বাছাই ছাড়াই রাজশাহী সিটি করপোরেশনের কতিপয় ইঞ্জিনিয়ারের সহযোগিতায় অপরিকল্পিত ফ্লাইওভার নির্মাণ কাজ ডিপিপিতে অন্তর্ভুক্ত করে। এই সড়কে বড় কোন ধরনের গাড়ি চলাচল করে না ফলে ফ্লাইওভার নির্মাণের প্রকল্প দেখিয়ে লুটপাট করা পাঁয়তারা করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, এই রাস্তায় ৬০ ফিট (ফুটপাতসহ) প্রশস্থ রাস্তায় ফ্লাইওভার নির্মাণ করা হলে ভায়াডাক অংশে সড়কের প্রশস্ততা কমে ৯ থেকে ১০ ফিট থাকবে সে ক্ষেত্রে সড়কটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে। অনতিবিলম্বে এই ফ্লাইওভার বাতিলের দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন স্থানীয়ও ব্যবসায়ীরা।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মুর্তজা শাকিল , মিরাজ, কামরান, বাবর আলী, শামিউল ইসলাম শাওন, রাব্বানী, আতিকুর রহমান, আশিক ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীরা।