নগরীতে নৃবিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ১৩, ২০২৩, ৭:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


নগরীতে নৃবিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নৃবিজ্ঞান বিষয়ক প্রতিষ্ঠান ইন্সটিউট অব এপ্লাইড এন্থপলজির পেল্টো ইন্টারন্যাশনাল এওয়ার্ড ২০২৩ এর আওতায় পরিচালিত ফলিত নৃবিজ্ঞান বিষয়ক প্রকল্প ‘এন্থ্ররুটস’ এর রাজশাহী অঞ্চলের কার্যক্রমের আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল নয়টায় রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়। এসময় রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মামুন হুসাইন। বিশেষ অতিথি ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পেল্টো ইন্টারন্যাশনাল ২০২৩ পদকপ্রাপ্ত নৃবিজ্ঞানী অধ্যাপক একেএম মাজহারুল ইসলাম, ভিসকম এর প্রধান নির্বাহী মারুফ কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক, রাজশাহী বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লিটন হোসেন ও মোস্তাফিজুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ