নগরীতে পবিত্র আশুরা উপলক্ষে পাক পাঞ্জাতনের পতাকা উত্তোলন ও আলোচনা সভা

আপডেট: জুলাই ১৬, ২০২৪, ১০:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


কারবালার ‘শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল’- পবিত্র আশুরা দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। দিনটি উপলক্ষে মহররম উদযাপন পরিষদের আয়োজনে মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৪টায় নগরীর হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরবারে চত্ত্বরে ‘১০ই মহররম বিশ্ব শহীদ দিবস অমর হোক’ শ্লোগানকে সামনে রেখে পাক পাঞ্জাতনের পতাকা উত্তোলন করা হয়েছে।

এরপর বাদ আসর দুর্গার চত্ত্বরে ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সুফী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের পরিচালক আলী আকবর সাহেব।

এছাড়াও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ড. আব্দুল হান্নান ইমামী, প্রফেসর মনিরুল ইসলাম, সুফী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম আম্বিয়া, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ চিশতী নিজামী ও বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল মান্নান। দোয়া পরিচালনা করেন ড. আব্দুল হান্নান ইমামী। আলোচনা সবার শেষে ইফতার ও তবারক বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ