নগরীতে পবিত্র ওরছ শরীফ আজ

আপডেট: জুন ২, ২০২৪, ৮:০৫ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


আজ রোববার (২ জুন) হযরত সৈয়দ মোহাম্মদ কাশেম আলী কলিমী চিশতী ওয়াল কদরী কালিমিয়া দাদাপীর দস্তগীর কেবলা সাহেব (র.আ.) এর পবিত্র ওরছ শরীফ নগরীর আহম্মদপুরস্থ হযরত এছমাইল হোসেন চিস্তি (র:) শাহ সাহেবের খানকা শরীফে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে দিনভর কোরআন খানী, আম্বিয়া খতম, জিকির মাহফিল মাযার জেয়ারত, তরিকার উপর আলোচনা ও ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে যোগদান করে ছবকের উন্নতি, দোজাহানের ফায়দা লাভের জন্য অনুরোধ করেছেন হাজী সেরাজুল ইসলাম চিস্তি মোতায়াল্লি ও খাদেম শাহসাহেবের দরবার শরীফ।

এ বিভাগের অন্যান্য সংবাদ