মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
আগামী ২১ নভেম্বর ৬ অগ্রাহায়ন, ২৫ রবিউস সানি সোমবার রাজশাহী মহানগরীর আহম্মদপুরস্থ শাহসাহেবের খানকা শরীফে হযরত খাজা শাহ্সুফি মো: এছমাইল হোসেন চিস্তি (র:) আহম্মদীজী চিস্তিয়া কাদেরিয়া নেজামিয়া কালিমিয়া পীর দস্তগীর কেবলা সাহেবের (র:) পবিত্র ওরছ শরীফ অনুষ্ঠিত হবে। ছবকের উন্নতি ও দোজাহানের ফায়দার জন্য সকল ভক্ত, আশেকান, মুরিদানগণকে ওরছ শরীফে যোগদানের জন্য অনুরোধ জানিয়েছেন মোতাওয়াল্লি ও খাদেম আলহাজ¦ মো: সিরাজুল ইসলাম চিস্তি। দরবারে কালিমী চিস্তিয়া নেজামিয়া দরবার শরীফ।