নগরীতে পাঁচ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু

আপডেট: জানুয়ারি ১৬, ২০১৭, ১২:০৪ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক



বাংলাদশ ফুটবল ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ আয়োজনে নগরীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ।
গতকাল নগরীর কেন্দ্রীয় ঈদগায় ময়দানে এই প্রশিক্ষণ উদ্বোধন করেন রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এসময় বাংলাদশ ফুটবল ফেডারেশনের কোচ মাহমুদ আলম বাবু ও সহকারী কোচ আমান ছিল। তৃণমূল থেকে বাছাই করে উপজেলা থেকে মোট ২০ জন ছেলেকে নিয়ে রাজশাহী বিভাগীয় দল গঠনের জন্য উন্নতমানের প্রশিক্ষণ শুরু করা হয়েছে। এই প্রশিক্ষণ থেকে ৭-৮জন ছেলে রাজশাহী বিভাগীয় দলে অংশগ্রহণ করার সুযোগ পাবে বলে জানান আয়োজকরা। কারণ আগামীতে ঢাকায় সাতটি বিভাগীয় দল নিয়ে একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আর সেই টুর্নামেন্টে রাজশাহী বিভাগীয় দলও অংশগ্রহণ করবে।