নগরীতে পাঞ্জেরী স্কুল দাবা টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট: মার্চ ১০, ২০১৭, ১২:১০ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক



নগরীতে পাঞ্জেরী স্কুল দাবা টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার উদ্বোধন করেন কলেজেরে অধ্যক্ষ প্রফেসর দিলরোজ আরা। শেখ মনিরুল ইসলাম আলমগীর ক্রীড়া পাঠাগার সংগ্রহশালা ও রাজশাহী দাবা একাডেমি এই প্রতিযোগীতাটির আয়োজন করে। রাজশাহী দাবা একাডেমির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার রুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার ও টিচার্স ট্রেনিং কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুস সামাদ মন্ডল রাজশাহী দাবা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম আলমগীর প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যেক শিক্ষার্থীদের উচিত খেলাধুলার পাশাপাশি নিজেকে একজন সমাজের আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলা। খেলাধুলা এমন একটা জিনিস যা শিশুদের মেধা বিকাশে সাহায্য করে। তারা আরও বলেন প্রত্যেক খেলাতে জয় পরাজয় থাকবে মন খারাপ করলে চলবে না। এত বড় আয়োজনে অংশগ্রহন করাটাই বড় ব্যাপার।
উল্লেখ্য, ঢাকাসহ সারাদেশের বিভিন্নস্থান থেকে ২৫টি স্কুলের প্রায় ২শ’ ৫০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আজ শুক্রবার বিকেল চারটায় ফাইনাল খেলার মাধ্যমে সমাপনী ঘোষণা করা হবে প্রতিযোগিতা। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড।

এ বিভাগের অন্যান্য সংবাদ