নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে পাটখড়িবোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে। নগরীর রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজলাগেটের সামনে ট্রাকটিতে আগুন দেয়।
সোমবার (২৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন। তিনি জানান, বানেশ^র থেকে একটি ট্রাক পাটখড়ি নিয়ে কাশিয়াডাঙ্গা যাচ্ছিল। কাজলায় আসলে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়।
তিনি আরও জানান, পুরো ট্রাকটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা এতে আগুন নেভায়। এতে ট্রাকটি পুরোটা পুড়ে গেছে।
ট্রাকটিতে আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। ট্রাকটির মালিক বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছে। মামলা হলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।#