নগরীতে পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে দুস্থদের মাঝে নগদ অর্থ ও ছয়শো কেজি চাল বিতরণ

আপডেট: জুলাই ২৩, ২০২৪, ১০:২৬ অপরাহ্ণ

নগরীতে পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে দুস্থদের মাঝে নগদ অর্থ ও ছয়শো কেজি চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:


নগরীতে পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রসাশনের আয়োজনে দরগাহ এস্টেটের দুস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে নগদ ৬ হাজার টাকা ও ছয়শো কেজি চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে নগরীর হযরত শাহ্ মখদুম (রহ) দরগাজ এস্টেট কার্যালয়ে এই চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুফি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক এবং দরগাহ এস্টেটের সরকার শরিফুল ইসলাম। এসময় বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক বলেন, দেশের বর্তমান বিপর্যয় পরিস্থিতির মধ্যে দরগাহ এস্টেটের দুস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষ নিদারুণ কষ্টে জীবনযাপন করছিলেন। এই খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে হযরত শাহ্ মখদুম (রহ.) দরগাহ এস্টেটের সভাপতি ও জেলা প্রশাসক শামীম আহমেদ ছয়শো কেজি চাল ও ৬ হাজার টাকা প্রদান করেছেন। এরই অংশ হিসাবে দরগাহ এস্টেটের ১৫০ টি পরিবারের মাঝে ৫ কেজি চাল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

তিনি আরো জানান, বর্তমান বিপর্যকর পরিস্থিতি সামাল দিতে যে জাতীয় দায়িত্ব পালন করেছেন তা প্রশংসার দাবী রাখে। এ মহতী উদ্যোগ গ্রহণ করায় রাজশাহীবাসী জেলা প্রশাসক শামীম আহমেদকে চিরকাল স্মরণে রাখবে বলে জানান তিনি। জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, জনসেবার জন্যেই রাজশাহী জেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। এই কারফিউ’র সময় ভিক্ষুক ও ছিন্নমূল মানুষ খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছে। এ অসহায় মানুষের পাশে জেলা প্রশাসন সবসময় আছে এবং থাকবে। এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ