মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
সভায় বক্তব্য দেন বিভাগীয় কমিশনার নূর উর রহমান-সোনার দেশ
নগরীতে নানান আয়োজনে পালিত হয়েছে পাবলিক সার্ভিস দিবস। গতকাল রোববার দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনাসহ বিভিন্ন কর্মরসূচি পালন করেছে সরকারি বিভিন্ন দফতর। দিবসটি উপলক্ষে সকালে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনৃুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার নূর-উর রহমান। জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে এতে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য দেন।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে মাসসেরা গণকর্মচারী নির্বাচন করা হয়। এ মাসে জেলা তথ্য কর্মকর্তা শামসুজ্জামান শ্রেষ্ঠ কর্মকর্তা এবং জেলা প্রশাসকের দফতরের অফিস সহায়ক পঙ্কজ চৌধুরী শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হন। এদিকে দিবসটি উপলক্ষে বিশেষ সেবা প্রদান করেছে রাজশাহীর পাসপোর্ট অফিস। এদিন অফিসের সহকারী পরিচালকসহ অন্য কর্মকর্তারা দফতরের আঙিনায় বসে সেবা আগতদের সেবা প্রদান করেন। পাসপোর্ট প্রত্যাশিদের ছোটোখাটো ভুল-ত্রুটি সংশোধন করে দেন তারাই। হয়রানিতো দূরের কথা যতদূর সম্ভব কাউকেই যেনো দ্বিতীয়বার কার্যালয়ে ধর্না দিতে না হয় সেদিকে সর্বোচ্চ নজর দেয়া হয়। ছোটখাটো সেবা মিলেছে নির্বিঘেœ। একেবারেই ঝক্কিঝামেলা ছাড়াই ছবি তুলে চূড়ান্ত ডেলিভারি স্লিপ নিয়ে গেছেন পাসপোর্ট প্রত্যাশিরা।
জানতে চাইলে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক আবজাউল আলম বলেন, এমন সেবার চিত্র প্রতিদিনেরই। তবে সব মানুষ তা জানেন না। তাই এখনও অনেকেই মনে করেন পাসপোর্ট অফিস মানেই হয়রানি। মূলত তাদের এই ধারণা ভাঙতেই ব্যতিক্রমি সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পাসপোর্ট অফিস দালালমুক্ত করতে রেজিস্ট্রারে সই করে ভেতরে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। অফিস জুড়েই লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। প্রতিটি দেয়ালে পাসপোর্ট ফরম পূরণে নিয়মাবলি দিয়ে দেয়া হয়েছে। এর পরও কেউ কোনো সমস্যায় পড়লে কর্মকর্তারা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন।