নগরীতে পুলিশের অভিযানে আটক ৪৬ ।। মাদকদ্রব্য উদ্ধার

আপডেট: জানুয়ারি ১৬, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



নগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে মোট ৪৬ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটককারীদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।
আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়,  অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ১৫ জন, রাজপাড়া থানা পুলিশ ১৪ জন, মতিহার থানা পুলিশ ১০ জন, শাহমখদুম থানা পুলিশ ৩ জন ও ডিবি পুলিশ ৪ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে আটক ২২ জন। এদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা পুলিশ কাজল শেখ সেন্টুর (২১) কাছ থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করে। রাজপাড়া থানা পুলিশ হারুন শেখের (৫৫) কাছ থেকে ২ গ্রাম হেরোইন ও মো. লিটনের (২৬) কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করে। মতিহার থানা পুলিশ ছানাউল¬াহ ছানার (৩৭) কাছ থেকে ১২ পিস ইয়াবা,  ইয়াসিন আরাফাত জুলের (২৫) কাছ থেকে ৮ পিস ইয়াবা, মো. সুজনের (২৫) কাছ থেকে ১০ পিস ইয়াবা ও সাইদার আলীর (৪৫) কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করে। শাহমখদুম থানা পুলিশ মো. পারভেজ (২২) নামের ব্যক্তির কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে। ডিবি পুলিশ শাহিনের (২৫) কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ