নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৮

আপডেট: জানুয়ারি ১৫, ২০১৭, ১২:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



নগরীতে পুলিশের অভিযানে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাত থেকে শুরু করে গতকাল শনিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে নগর পুলিশের বিভিন্ন ইউনিট। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৫। এছাড়া দুজন মাদক ব্যবসায়ী ও অন্যান্য মামলায় ২১ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে সাড়ে ৩ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, বিশেষ ওই অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৬জন, রাজপাড়া থানা ১০জন, মতিহার থানা ৫ জন এবং শাহমখদুম থানা ৭ জনকে গ্রেফতার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ