নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৪

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০১৭, ১২:১৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করেছে। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চলে। আরএমপি’র সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর চারটি থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৭ জন, রাজপাড়া থানা ২১ জন, মতিহার থানা ৯ জন, শাহ মখদুম থানা ২ জন, ডিবি পুলিশ ৫ জনকে গ্রেফতার করে।
এর মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ