রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় গাঁজা, হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আরএমপি পুলিশ জানায়, বোয়ালিয়া মডেল থানা ১৬ জন, রাজপাড়া থানা ১০ জন, মতিহার থানা ৭ জন, শাহমখদুম থানা ৭ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে। যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ২১ জন গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা পুলিশ নূর ইসলাম বাবুকে (৩৮) এক গ্রাম হেরোইন, আব্দুল মান্নানকে (৪৮) ১০০ গ্রাম গাঁজা, রাজপাড়া থানা পুলিশ আকমল হোসেনকে (২০) তিন গ্রাম হেরোইন, ববিন শেখকে ১০ বোতল ফেন্সিডিল, মতিহার থানা পুলিশ রাজকে (২৮) এক গ্রাম হেরোইন, মোকলেছকে (৩৫) ছয় বোতল ফেন্সিডিলসহ আটক করে। এছাড়াও শাহমখদুম থানা পুলিশ রজন সিংকে (৩৫) ১২ লিটার চোলাই মদ, তুহিনকে (২৮) ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় আরএমপি পুলিশ।