নগরীতে পুলিশের উপরে শিবিরের ককটেল নিক্ষেপ, আটক ৫

আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩, ১০:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী নগরীতে মিছিল থেকে পুলিশের উপর হামলা করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এই ঘটনায় পুলিশ ধাওয়া দিয়ে জামায়াত শিবিরের পাঁচ কর্মীতে আটক করেছে। সোমবার (১৮ ডিসেম্বর) রাত আটটার দিকে নগরীর সপুরা পানি উন্নয়ন বোর্ডের সামনে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর। তিনি জানান, হরতাল সমর্থনে নগরীর পানি উন্নয়ন বোর্ড ও তালাইমারী এলাকায় মিছিল করেছে একই সময়ে। সপুরা পানি উন্নয়ন বোর্ডের সামনে টহলরত পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এসময় স্থানীয়দের সহযোগিতায় তাদের ধাওয়া দেওয়া হলে পাঁচজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ধাওয়া এক শিবির কর্মী পরে গিয়ে আহত হয়েছে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া বাকি চারজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ