নগরীতে পুষ্প মেলা শুরু কাল

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০১৭, ১২:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



নগরীতে তিন দিনব্যাপি ওয়ান ব্যাংক পুষ্প মেলা শুরু হবে কাল। এই উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর সিঅ্যান্ডবি মোড়স্থ মনিবাজার নানকিং দরবার হলে কাজিহাটা বৈকালী সংঘের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়। আগামী ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি মনিবাজার চত্বরে পুষ্প মেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বৈকালী সংঘের সভাপতি এওয়াইএম মনিরুজ্জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, ওয়ান ব্যাংকের সিনিয়র এসিভিবি ম্যানেজার আব্দুল মান্নান, বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইসউদ্দীন আহমেদ বাবু ও ওয়ান বাংক পুষ্প মেলার আহ্বায়ক শরীফুল আবেদীন শিমুল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বৈকালীর পুষ্প মেলাটি রাজশাহীর সামাজিক সাংস্কৃতিক অঙ্গণে এক ভিন্নমাত্রা যোগ করে। ১৯৮৫ সাল থেকে প্রতি বছর কাজিহাটা, সিএন্ডবি মনিবাজার চত্বরে বৈকালীর আঙ্গিনায় পুষ্প মেলার আয়োজন করা হয়। মেলাকে সবার কাছে প্রাণবন্ত এবং শিশুদের সাংস্কৃতিক মেধা বিকাশের লক্ষ্যে আগামী ৩ থেকে ৫ ফেব্রুয়ারি থাকছে শিশুদের চিত্রাঙ্কণ, আবৃত্তি, নৃত্য ও নতুন ইভেন্ট ছড়াগানের আয়োজন করা হয়েছে। এ পুষ্প মেলায় বিভিন্ন প্রজাতির ফুল নিয়ে ১৪টি স্টল অংশগ্রহণ করবেন। সমাপনী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হবে।
এছাড়া ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় বৈকালী সংঘের সভাপতি এওয়াইএম মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত ওয়ান ব্যাংক পুষ্প মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম।
৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় পুষ্প মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি থাকবেন, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও রাকাবের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক।

এ বিভাগের অন্যান্য সংবাদ