শনিবার, ২৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে আবদুল মালেক (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে নগরীর শ্যামপুর এলাকা নিজ বাড়ির পেয়ারা গাছ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
ওই বৃদ্ধের পরিবারের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন তিনি। পরিবারের সদস্যদের অজান্তে গত মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় আত্মহত্যা করেন তিনি।
নগরীর মতিহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুব আলম জানান, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। এরপর মরদেহ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।
আবদুল মালেকের মেয়ের জামাই শাহাদাত হোসেন বলেন, সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা উঠানের পেয়ারা গাছে ঝুলন্ত মরদেহ দেখেন। পরে খবর দেয়া হয় থানায়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এর আগেও একবার তিনি আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন বলে দাবি করেন শাহাদাত হোসেন।