মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
নগরীর চণ্ডিপুর এলাকা থেকে অ্যানি খাতুন (১২) নামে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অ্যানি ওই এলাকার মৃত রতন আলীর মেয়ে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়। স্থানীয়দের ধারণা, ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, কয়েক বছর আগে বাবা মারা যাওয়ার পর ওই কিশোরীর মা ঢাকায় চলে যান। মেয়েটি তার চাচা স্বপন আলীর বাড়িতে থাকতো। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে কিছুটা দূরে প্রাচীর দিয়ে ঘেরা একটি প্লটের ঝোপের ভেতর স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশে খবর দেয়া হয়। পরে লাশটি উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, যে প্লটের ভেতর অ্যানির লাশ পাওয়া গেছে, সে প্লটের চারপাশ উঁচু প্রাচির দিয়ে ঘেরা। সামনের দিকে একটি গেট থাকলেও তাতে তালা দেয়া থাকে। আর ওই এলাকাটিতে স্থানীয় বখাটেদের আড্ডা বসে। তারা ধারণা করছেন, একা পেয়ে ওই কিশোরীকে প্লটের ভেতর নিয়ে ধর্ষণ করা হয়। এরপর ঘটনা ধামাচাপা দিতে তাকে হত্যা করা হয়।
এ প্রসঙ্গে ওসি আমান উল্লাহ বলেন, লাশের হাতে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি হত্যাকা- তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে। তবে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কী না তা পুলিশ নিশ্চিত নয়। সবকিছু নিশ্চিত হতে লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ওসি জানান, এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে নিহতের স্বজনেরা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন ওসি।