নগরীতে প্রতিবন্ধী দিবস পালিত

আপডেট: ডিসেম্বর ৪, ২০১৬, ১২:০৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



‘টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭টি লক্ষ্য অর্জন করি’Ñ এই স্লোগানকে সামনে নিয়ে নগরীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও জাতীয় প্রতিবন্ধি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সহযোগিতা করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী এনজিও সংগঠন।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে নগরীর শিশু একাডেমি এসে র‌্যালিটি শেষ হয়। এরপর শিশু একাডেমির মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সাংসদ আখতার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য শাহীন আকতার রেণী ও মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন, শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ রায়হান। স্বাগত বক্তব্য দেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবিনা ইয়াসমিন। পরিচালনা করেন, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফিরোজ।
রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা : দিবসটি উপলক্ষে বেলা ১২টায় নগরীর এডিডি কনফারেন্সরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, নগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহীন আক্তার রেণী। বিশেষ অতিথি ছিলেন, রাসিকের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ও মেট্রোপলিটন রোটারী ক্লাবের সভাপতি শফিকুল রহমান। সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি শারমিন বেগম। স্বাগত বক্তব্য দেন, আরপিইউএসের অর্থ সম্পাদক জিন্নাত আরা। বক্তব্য দেন, আরপিইউএসের স্বেচ্ছাসেবক আতিকুল ইসলাম। পরিচালনা করেন, আরপিইউএসের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী রাসেল।
বাগমারা : এ দিবস উপলক্ষে বাগমারায় সাহারা মেমোরিয়াল ডিসঅ্যাবল স্কুল অ্যান্ড কেয়ার সেন্টারে সকাল ১০টায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাগমারা ২ নম্বর নরদাশ ইউপির সাবেক চেয়ারম্যান আরকেএম মোসলেম উদ্দীন মিয়া। প্রধান অতিথি ছিলেন, বাগমারা উপজেলা সমাজসেবা অফিসার লাইজু রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, সৃজনী সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা প্রমুখ।

এদিবস উপলক্ষে ‘টেকশই ভবিষ্যৎ গড়ি এসডিজি এর সতের লক্ষ্য অর্জন করি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গতকাল শনিবার গোদাগাড়ীর কাঁকনহাট পৌর অডিটরিয়ামে আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
এসডিডিবি প্রকল্প ও কারিতাস রাজশাহী অঞ্চলের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, কারিতাসের  প্রোগ্রাম অফিসার লুচিয়া মার্ডি। প্রধান অতিথি ছিলেন, গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসহাক। বিশেষ অতিথি ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজ। এসময় উপস্থিত ছিলেন,  কারিতাসের মাঠ কর্মকর্তা জিল্লুর রহমান, প্রোগ্রাম অফিসার আগষ্টিন রাতিয়া মুনিয়া, আমিনুল ইসলাম, স্বপন এল গোমেজসহ পাকড়ী ইউনিয়নের সকল প্রতিবন্ধি এবং কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ।