নগরীতে ফেন্সিডিলসহ গ্রেফতার এক

আপডেট: আগস্ট ১২, ২০১৭, ১:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


নগরীতে ৩৯২ বোতল ফেন্সিডিলসহ সমিন মিয়া (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নগরীর চারখুটার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। গতকাল শুক্রবার দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত সমিন মিয়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সদাশিবপুর আজগবি গ্রামের আজিজুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ফেন্সিডিল চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সমিন ট্রাকে করে ফেন্সিডিল পাচার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ