বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীর বিনোদপুর এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আবুল কালাম আজাদ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীতে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর বিনোদপুর হানিফ পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ। গ্রেফতারকৃত কালাম মতিহার থানার শ্যামপুর পূর্বপাড়া এলাকার মৃত গাজীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেন্সিডিলগুলো ঢাকায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে আবুল কালাম আজাদ।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান রন্টু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সংঘবদ্ধ একটি চক্র বিনোদপুর বাস স্ট্যান্ড থেকে ঢাকায় মাদক পাচারের চেষ্টা চালাচ্ছে। এরপর মতিহার থানা পুলিশ সেখানে ওঁৎপেতে থাকে। সকাল সাড়ে ৯টার দিকে মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ একটি ব্যাগ নিয়ে উপস্থিত হলে পুলিশের সন্দেহ হয়। এসময় ব্যাগে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
ওসি মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত কালামের বিরুদ্ধে থানায় একাধিক মাদক রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।