নগরীতে ফ্যাশন এন্ড ট্রেড ফেয়ার শুরু

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ৯:১০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:মাহি বুটিক হাউজের উদ্যোগে নগরীতে ফ্যাশন এন্ড ট্রেড ফেয়ার শুরু হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় জেলা শিশু অ্যাকাডেমিতে এর আয়োজন করা হয়। এই অনুষ্ঠান চলবে আগামি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

নগরীতে ফ্যাশন এন্ড ট্রেড ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, রাজশাহী ইউমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজের পরিচালক রোজেটি নাজনীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাহি বুটিক হাউজের প্রোপ্রাইটর মোসা. মুন্নি আক্তার।

এ বিভাগের অন্যান্য সংবাদ