শনিবার, ১৩ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৯ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
ফটোসেশনে রাইমা রেঞ্জার্স দল
নিজস্ব প্রতিবেদক:
শহিদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল আজ। মঙ্গলবার (২৮ জুন) দুপুর একটায় ফাইনালে মুখোমুখি হবে রাইমা রেঞ্জার্স ও শহিদ সামসুল আলম স্মৃতি সংঘ। এর আগে দ্বিতীয় কোয়ালিফাইড রাউন্ডে মুক্তি সংঘকে ৬ উইকেটে পরাজিত করে ফাইনালে উঠেছে রাইমা রেঞ্জার্স ।
শহিদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এই টুর্নামেন্টকে ঘিরে দেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশিদের আগমন ঘটেছে। রাইমা রেঞ্জার্স দলে বিদেশি কোটায় খেলছেন শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। অনেকটা শক্তিশালী দল নিয়ে ফাইনালে নামছে অধিনায়ক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে রাইমা রেঞ্জার্স। তিনি চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী।
রাইমা রেঞ্জার্স দলের মালিক এফবিসিসিআই-এর পরিচালক মো. শামসুজ্জামান আওয়াল বলেন, শুধু ক্রিকেটে পৃষ্ঠপোষকতায় নয়, যুব সমাজকে মাদকসহ খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য রাইমা রেঞ্জার্স দলগঠন করেছি। সেই দলটি ফাইনালে খেলবে। আশাকরি শিরোপা ঘরে আনার জন্য খেলোয়াড়রা প্রাণপণ চেষ্টা করবে।