মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
আমান গ্রুপ তৃতীয় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে শহিদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন এই টুর্নামেন্টের আয়োজন করে। সংবাদ বিজ্ঞপ্তি।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল রাইমা রেঞ্জার্স এবং রানার্স আপ দল রাজ কমিউনিটি ক্লাব (আরসিসি)। টুর্নামেন্টে ম্যান অব টুর্নামেন্ট নির্বাচিত সবুজ, সর্বোচ্চ উইকেট নাইম ইসলাম (জুনিয়র), সর্বোচ্চ রান পুরস্কার পান ইমরান। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল ছিল রাইমা রেঞ্জার্স, শহীদ শামছুল আলম স্মৃতি সংঘ, ফাইটার রাজশাহী, মুক্তিসংঘ, (আরসিসি)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক তৌরিদ আল মাসুদ রনি, রাইমা রেঞ্জার্সের সত্ত্বাধিকারী শামসুজ্জামান আওয়াল, আমানা গ্রুপ চেয়ারম্যান ড. মোঃ ফজলুল করিম, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ-আল-মাহামুদ লুকেন, টুর্নামেন্টে পাওয়ারড বাই স্পন্সর রাঙাপরী ডেভেলপার এন্ড প্রোপাটির চেয়ারম্যান মাসুম সরকার, সহকারী যুগ্ম আহবায়ক শাহাজাদা, মিজানুর রহমান, সাব্বির রহমান রুম্মন, পলাশ টেন্ডুলকার, সাঞ্জামুল ইসলাম, অন্তর, বাসু প্রমূখ উপস্থিত ছিলেন।