নগরীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট: ডিসেম্বর ৪, ২০১৬, ১১:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহী মহানগরীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। নিতহ শ্রমিক নগরীর উপকণ্ঠ কাটাখালীর দালালপাড়া এলাকার মৃত ফয়েজ উদ্দীনের ছেলে আবদুল খালেক (৪৫)।
গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে নগরীর দড়িখরবোনা এলাকার শহিদুল ইসলাম বাচ্চুর বাড়িতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বহুতল ভবনের চারতলার লিফটের মালামাল লাগানোর কাজ করছিলেন তিনি। এসময় তিনি নিচের পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  বর্তমানে তার লাশ রামেকের মর্গে রয়েছে।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন খান বলেন, ৪২ কেজি ওজনের নির্মাণসামগ্রী নিয়ে উঠছিলেন আবদুল খালেক। অসুস্থ বোধ করলে মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে তিনি মৃত্যুবরণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ