নিজস্ব প্রতিবেদক :
নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃত হলেন, সুমন আলী (২৭)। তিনি নাটোরের বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
সুমন বাগাতিপাড়া উপজেলার বদিউজ্জামানের ছেলে।
জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে আইন কলেজ মাঠে আড্ডা দেওয়ার সময় সুমন আলীকে চিনতে পেয়ে কয়েকজন আটক করে মারধর করে। এতে তার শার্ট ছিঁড়ে যায়।
এসময় তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সুমনকে থানায় নিয়ে আসে।
আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রকিবুল হাসান ইবনে রহমান বলেন, সুমন আলীকে স্থানীয়রা আটক করে পুলিশ দেয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।