নগরীতে বাড়ির মাল্টিপ্লাগ মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে এনজিও কর্মীর মৃত্যু

আপডেট: জুন ১৩, ২০২৫, ৯:৫৬ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে জনি আহমেদ রনি (২৭) নামের এক এনজিও কর্মী বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানার ধরমপুরে এ দুর্ঘটনা ঘটে।
রনি উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের মো. শহরফ আলী ফেলুর ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নিহত রনির ফুফাতো ভাই ও উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. হায়দার আলী। শুক্রবার (১৩ জুন) বাদ জুমা উধনপাড়া কেন্দ্রীয় কবরস্থানে রনির দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নিহতের চাচাতো ভাই মো. আমিরুল ইসলাম।

স্বজন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার উধনপাড়া উচ্চবিদ্যালয় মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলা শেষে সন্ধ্যায় বোন ও দুলাভাইয়ের সঙ্গে রাজশাহীতে বোনের বাড়িতে বেড়াতে যান জনি আহমেদ রনি। উদ্দেশ্য ছিল শুক্রবার সকালে সেখান থেকে নওগাঁয় কর্মস্থলে যাওয়া। কিন্তু ওই বাড়িতে বৈদ্যুতিক মাল্টিপ্লাগ মেরামত করার সময় রাত ১০টার দিকে বিদ্যুতায়িত হন তিনি। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রনি ছিলেন বাবা মো. শহরফ আলী ও মা পিঞ্জিরা বেগমের একমাত্র সন্তান। সন্তানের এমন মৃত্যুর খবরে ভ্যানচালক বাবা বাক্রুদ্ধ হয়ে পড়েছেন। মা পিঞ্জিরা বেগম কান্না করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

এ বিভাগের অন্যান্য সংবাদ