শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:চাল, ডাল, তেল, বিদ্যুৎ, গ্যাসসহ সকল দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিও মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহারের এক দফা দাবিতে কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজশাহী জেলা ও মহানগরে আয়োজনে এই মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনে উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
মিছিলটি রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন ও জেলা বিএনপি’র সদস্য ও সাবেকক এমপি জাহান পান্না।