সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর বিএনপির মানববন্ধন থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১০ ডিসেম্বর) নগরীর বোয়ালিয়া বাটার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন (৪৫), রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি শাহানুর ইসলাম ওরফে মিঠু (৫৫), রমজান আলী (৪৪), আল মারুফ জাহান সরকার (৩৬), আহমেদ রেজাউল হক স্বপন, হাবিবুর রহমান ও মশিউর রহমান (৪৪)।
বোয়ালিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, এদের প্রত্যেকেই পূর্বের মামলায় গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।